এখনই হাওয়া বদলের সম্ভবনা সেভাবে নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্র খবর, প্রবল বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলা জলমগ্ন। একাধিক জায়গায় বন্যপরিস্থিতিও তৈরি হয়েছে। তবু এখনও নিস্তার নেই বৃষ্টির হাত থেকে। আগামী ৭ দিন উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এই কয়দিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ? জেনে নিন।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ ক্রমেই আরও শক্তি বাড়াচ্ছে। যা ধীরে ধীরে ঝাড়খন্ড হয়ে বিহারের দিকে সরে যাওয়ার কথা। এর জেরে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বৃষ্টির। সঙ্গে দোসর মৌসুমী অক্ষরেখা। দক্ষিণবঙ্গে রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মঙ্গলবার থেকে ফের ঝেঁপে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে।
এদিন সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। রবিবার ছুটির দিন, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ এবং সর্বনিম্ন ৯৪% , ফলস্বরূপ বৃষ্টি হলেও আদ্রতাজনিত একটা অস্বস্তি কিন্তু থাকছেই।
Ditipriya-Srabanti: মা-মেয়ের গল্প বলতে পর্দায় আসছে দিতিপ্রিয়া-শ্রাবন্তীর 'ডিয়ার ডি', কবে শুভমুক্তি ছবির?
রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগণা , দুই মেদিনীপুরে। তবে আজ গোটা রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ছিটেফোঁটা, বিক্ষিপ্ত বৃষ্টি লেগেই থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়বে বলেই খবর। এর জেরে তাপমাত্রাও কমবে জেলায় জেলায়।