কলকাতায় ফের পারদ পতন। এক ধাক্কায় প্রায় দু’ডিগ্রি কমল শহরের তাপমাত্রা। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই মরসুমের শীতলতম দিন।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গের আকাশ বেলা অবধি কুয়াশার চাদরে ঢাকা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
বিগত দিন তিনেক ধরেই বাংলায় বেশ শীত পড়েছে। হাওয়া অফিস জানিয়েছে,পশ্চিমবঙ্গের তাপমাত্রা এখনই বাড়ার সম্ভাবনা নেই। আরও কয়েক দিন তাপামাত্রা থাকবে নীচের দিকেই। রেকর্ড পারদ পতন হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি, জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে। কালিম্পংয়ে ৭ ডিগ্রিতে।