গরম কমার যেন কোনও লক্ষণই নেই। এদিকে তাপমাত্রা রোজই ৪০ ছাড়াচ্ছে। গোটা সপ্তাহ জুড়েই তাপপ্রবাহ চলেছে বাংলা জুড়ে। দুপুর হলেই বইছে লু, এমনকি উত্তরবঙ্গেও তাপপ্রবাহের সতর্কতা। সুতরাং, এত সহজে মুক্তি মিলছে না এই প্যাচপ্যাচে গরম থেকে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ১০ জুন শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাছাড়া বাকি সব জেলাতে গরম ও অস্বস্তি চরমে।
Gitanjali Iyer dies : প্রয়াত দূরদর্শনের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা গীতাঞ্জলি আইয়ার
এই তীব্র গরমে মঙ্গলবার কলকাতার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু এই বৃষ্টিতে যে লাভের লাভ কিছুই হবে না, সেকথাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ সারাদিন আংশিক মেঘলা থাকবে আকাশ, বেলা বাড়তেই বাড়বে অস্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।