বৃহস্পতিবার রাতে মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজল কলকাতা। তিলোত্তমার পাশাপাশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। কোনও কোনও জায়গায় হয়েছে শিলাবৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া এই রকমই থাকবে। বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায়। সেই সঙ্গে বইবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
মরসুমের প্রথম বৃষ্টির সঙ্গে ছিল প্রবল ঝড়। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টা ৫২ মিনিট নাগাদ দমদমের উপর দিয়ে ৬৪ কিমি বেগে পশ্চিমমুখী ঝড় বয়ে গিয়েছে। রাত ১০টা ৩৭ মিনিট নাগাদ আলিপুরের উপর দিয়ে ৪৮ কিমি বেগে উত্তর-পশ্চিমমুখী একটি ঝড় বয়ে গিয়েছে।
বৃহস্পতিবার পুরুলিয়া, বর্ধমান, মেদিনীপুর, হুগলিতে ঝড়বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে নদীয়ার বিভিন্ন অঞ্চলে এবং পূর্ব বর্ধমানের কালনায়। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলল জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে হতে পারে ঝড়।