কাঁঠফাটা রোদে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর । এখনও কালবৈশাখীর দেখা নেই (West Bengal Weather Update) । মৌসম ভবন অবশ্য বলছে, এবার পরিস্থিতি তৈরি হচ্ছে । স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও । চৈত্রসংক্রান্তিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে (Rain in South Bengal) । ফলে প্যাচপ্যাচে গরম আর তীব্র রোদের থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গবাসী ৷ তবে পশ্চিমের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা ।
বুধবার কলকাতার (Kolkata Weather) আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে । উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় গত কয়েকদিনের মত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ এবং ১৫ এপ্রিল গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এর মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে, চৈত্রশেষে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম । আগামী কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা ।
আরও পড়ুন, UGC News: স্নাতকস্তরে একই সঙ্গে দুটি পাঠক্রমে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা, সিদ্ধান্ত ইউজিসি-র
বেশ কয়েকদিনের বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গ ৷ হাওয়া অফিসের বলছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমলেও বুধবার থেকে ফের বৃষ্টি বাড়বে । সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
রাজ্যের বাকি জেলায় আগামী বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের । তাপমাত্রা একই রকম থাকতে পারে বলে জানানো হয়েছে । তবে পশ্চিমের তিন চার জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে ।