West Bengal Weather Update : উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, গরমই সঙ্গী দক্ষিণবঙ্গবাসীর

Updated : Apr 09, 2022 09:54
|
Editorji News Desk

গরম থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গবাসীর । বৃষ্টির কোনও চিহ্ন নেই দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update) । আবার অন্যদিকে, বৃষ্টি পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের । শনিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (North Bengal Rain Forecast)) সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে । অন্যদিকে, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ আগামিকাল বৃষ্টি আরও বাড়বে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । এছাড়া, মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জন্য এখনও পর্যন্ত কোনও আশার বাণী শোনায়নি আলিপুর আবহাওয়া দফতর । বরং তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে । বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের প্রভাবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা কিছুটা বাড়তে পারে । আগামী ৪৮ ঘন্টা সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে । আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে । তবে কয়েকজায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার আসানসোলে রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস ।

আরও পড়ুন, Anubrata Mondal : অনুব্রত শারীরিক পরীক্ষার রিপোর্টে খুশি নয় সিবিআই, ডাকা হতে পারে এইমসের ডাক্তারদের
 

শনিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪১ থেকে ৮৯ শতাংশ ৷ এদিন, কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে । দিনের বেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে । বিকেলের দিকে হাওয়ায় গুমোট গরম কিছুটা কাটবে ।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির বিস্তীর্ণ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ১০ থেকে ১২ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে । কয়েক জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

Bengal weather forecastWeather ForcastWest bengal weather forecast

Recommended For You

editorji | লোকাল

Mobile Recharge: কম খরচেই মোবাইল রিচার্জ, পদক্ষেপ TRAI-এর

editorji | লোকাল

Purulia News: সমাজ বদলে ফের নজির পুরুলিয়ায়, প্রসেশন করে সদ্যজাত কন্যেকে ঘরে তুললেন ঝালদার দম্পতি

editorji | লোকাল

Kanchan Mullick : বিধানসভায় বিল কাণ্ড, বিধায়ক কাঞ্চনের সন্তান জন্মের খরচ ৬ লাখ ! হইচই সাদা বাড়ি-তে

editorji | লোকাল

Royal Bengal Tiger : পড়ে রইল টোপ ! গালে হাত দিয়ে বাঘিনীর অপেক্ষায় বান্দোয়ান

editorji | লোকাল

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?