আসন্ন লোকসভা ভোটে বাংলায় কংগ্রেস-তৃণমূলের জোট জল্পনায় মালদহের মুর্শিদাবাদের কোনও আসন ছাড়ার পক্ষে ছিল না তৃণমূল কংগ্রেস। বুধবার মালদহের সরকারি সভা থেকে একটা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, রাজ্যে আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসকে মালদহের দুটি আসন ছাড়ার পক্ষপাতী ছিলেন তিনি। কংগ্রেসের কাছে তাঁর প্রস্তাব ছিল, মালদহের দুটি আসনেই কংগ্রেসকে জিতিয়ে দেবে তৃণমূল। কিন্তু মমতার এই প্রস্তাব উড়িয়ে আরও আসন চায় কংগ্রেস। আর তাতেই সিদ্ধান্ত হয়েছে রাজ্যে কংগ্রেসকে একটিও আসন ছাড়া হবে না।
এদিন জনসভায় তৃণমূল নেত্রী বলেন, ‘‘আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, দুটি এমপি আছেন। একটা মালদহে। আরও একটা রয়েছে। আমি মালদহের দুটো আসন ছেড়ে দিচ্ছি। আমরা জিতিয়ে দেব। বলল না, আমার অনেক চাই। আমি বললাম তোমায় আমি একটাও দেব না।'
এক্ষেত্রে নাম না করে অধীর চৌধুরীকেই সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুষেছেন কংগ্রেসের অহেতুক সিপিএম প্রীতিকে। বাংলায় জোট কার্যত ভেস্তে যাওয়ার পিছিনে যে এই দুটি কারণ, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা।