২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। দেশজুড়ে সাজোসাজো রব। ওই দিনই কলকাতায় সংহতি মিছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর ৩টে নাগাদ হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে। এই মিছিলের রুটম্যাপ ঠিক হয়ে গেল। সূত্রের খবর, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেবেন তৃণমূল নেত্রী। মন্দির, গুরুদ্বার, গির্জা ও মসজিদে গিয়ে প্রার্থনাও করবেন তৃণমূল সুপ্রিমো। মিছিলে থাকবেন পুরোহিত, ইমাম-মোয়াজ্জেমরা।
গত মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২২ জানুয়ারি কলকাতায় সংহতি মিছিল করবেন। তৃণমূল সূত্রে খবর, প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হাজরা পার্কে জমায়েত ও মিছিল শুরু হবে। এরপর বালিগঞ্জের গড়চা রোডের গুরুদ্বারে পুজো দেবেন নেত্রী। গুরুদ্বার থেকে বেরিয়ে মিছিল যাবে পার্ক সার্কাসে। লেডি ব্যাবোর্ন কলেজের কাছে ক্যাথলিক গির্জায় প্রার্থনা সারবেন মমতা। এরপর পার্ক সার্কাস মোড়ে মসজিদে যাবেন। ওখানেই মিছিল শেষ হবে। ওই দিন সর্বধর্ম সমন্বয় নিয়ে বার্তা দেবেন তিনি।
এই মিছিল নিয়ে ইতিমধ্যেই হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই কোর্ট শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি দিয়েছেন রাজ্যপাল। ২২ জানুয়ারি রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে কী পদক্ষেপ নিচ্ছেন, তা জানতে চান রাজ্যপাল।