খাতায় কলমে এখন বাংলায় ভরা হেমন্ত। কিন্তু নভেম্বরের শুরুতেও বিন্দুমাত্র শীতের আমেজ নেই। উল্টে দুপুরের দিকে বেশ অস্বস্তিকর আবহাওয়া। তবে রাতের দিকে তাপমাত্রা খানিক মনোরম হচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, বাংলায় শীত আসতে এখনও দেরি আছে। আবহাওয়া আপাতত এমনই ঠান্ডা গরমের মিশেল হয়ে থাকবে।
বাংলায় শীত ঢুকতে বাধা পাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া ঢুকতে পারছে না। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে। চলতি সপ্তাহে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা তার থেকে বেশি, নভেম্বরের শেষে দিকে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে। সকালে কোথাও কোথাও সাদা ধোঁয়াশায় ঢাকছে চারিপাশ।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৫ নভেম্বরের আগে বাংলায় শীতের দেখা মেলা কঠিন। ভোরের দিকে হালকা হিমেল অনুভূতি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উধাও হয়ে যাবে। বৃষ্টি বা দুর্যোগের কোনও সম্ভাবনা আপাতত নেই।
বঙ্গবাসী কার্যত চাতকের মতো অপেক্ষায় আছে, একটু শীতের দেখা পাবে বলে। কিন্তু এবারেও সেই শীত আসায় ব্যাগড়া দিল ঘূর্ণাবর্ত। আবহবিদদের প্রাথমিক অনুমান ছিল, ৫ থেকে ৮ নভেম্বরের মধ্যে নতুন করে তাপমাত্রা কমতে পারে। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে সেই সম্ভাবনা কম। বুধবার দক্ষিণবঙ্গের তিনটি জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুররের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।