স্ত্রী ও তার প্রেমিককে হাতেনাতে ধরে ফেলার মাশুল দিতে হল প্রাণ দিয়ে। গলায় ধারালো অস্ত্রের কোপে (Stab) মৃত্যু হল স্বামীর। সোমবার রাতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা (Mahestala) পুরসভার রবীন্দ্রনগর থানা এলাকায়। অভিযুক্ত স্ত্রী ও প্রেমিককে আটক করেছে পুলিশ। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার হয়েছে।
জানা গেছে, বেশ কয়েক বছর আগে বিয়ে হয় রবীন্দ্রনগর থানা(Rabindranagar Police Station) এলাকার রেশমা বিবি এবং মহম্মদ শাহিদের। ঠিকঠাক চলছিল সংসার। কিন্তু মাস তিনেক হল সাদ্দাম শেখ নামে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে রেশমা। স্ত্রীর বিবাহবহির্ভূত (Extra marrital affair) সম্পর্কের কথা জানতে পারেন । তারপর থেকেই শাহিদ তাঁর স্ত্রীর ওপর নজরদারি শুরু করে।
আরও পড়ুন- Royal Bengal Tiger: ফের মা হল শিলা, শিলিগুড়ির বেঙ্গল সাফারি জুড়ে এখন খুশির হাওয়া
সোমবার রাতে রেশমা বাড়ির বাইরে বের হলে স্ত্রীর পিছু নেন শাহিদ। টুটার কলের কাছে একটি ঘরে সাদ্দাম এবং রেশমা দেখা করেন। তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন শাহিদ। অভিযোগ, ধরা পড়ে যাওয়ার পর রেশমা এবং সাদ্দাম, আরও কয়েকজনের সাহায্য নিয়ে শাহিদের উপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে শাহিদের গলায় কোপ(Stab) মারলে ঘটনাস্থলেই শাহিদের মৃত্যু(Death) হয়।