রাতে হৃদরোগে মৃত্যু হয় স্ত্রীর। পরের দিন সকালে একই ভাবে মৃত্যু হয় স্বামীরও। ঘটনাটি হুগলির উত্তরপাড়ার হিন্দমোটরের বিবিডি রোডের। এই দম্পতির। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত দম্পতির নাম প্রণব দাস ও মালঞ্চ দাস। দম্পতির এক পুত্র সন্তানও আছে। শনিবার রাত বারোটা নাগাদ আচমকাই মৃত্যু হয় স্ত্রী মালঞ্চ দাসের। সৎকারের ব্যবস্থা করেন পরিবার ও পড়শিরা। রবিবার সকাল সাতটা নাগাদ আরও একটি খবর। হৃদরোগে মৃত্যু হয় স্বামী প্রণব দাসেরও।
আরও পড়ুন: স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ৪ জনকে গ্রেফতার পুলিশের
প্রতিবেশী দীপঙ্কর সরকার বলেন, দম্পতির মধ্যে গভীর ভালবাসা ছিল। স্ত্রীর বিয়োগ মানতে না পেরেই চলে গেলেন। উত্তরপাড়ার শিবতলা ঘাটে দম্পতির দেহ সৎকার করেন পরিবার-পরিজনরা।