স্কুলগুলির পরিচালনা নিয়ে অভিভাবকদের পক্ষ থেকে ভুরি ভুরি অভিযোগ করা হয়েছে বহুদিন। এবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বড় 'হাতিয়ার' চলে এল অভিভাবকদের কাছে। স্কুলের প্রশাসন (School authority) কেমন চলছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এ বার জানতে পারবেন অভিভাবকরা (Guardians)। তথ্য জানার অধিকার আইনে (RTI) সেই অধিকার দেওয়া হল অভিভাবকদের।
সম্প্রতি স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, কোনও স্কুল বিল্ডিং নির্মাণের খরচ থেকে শিক্ষকদের হাজিরা-সহ নানাবিধ বিষয়ে তথ্য জানার অধিকার আইন মারফত আবেদন করলেই তা জানাতে (RTI on schools) হবে স্কুল কর্তৃপক্ষকে। শিক্ষক সংগঠনগুলি মনে করছে, নতুন এই নির্দেশিকার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। কারণ, স্কুল পরিচালনা প্রসঙ্গে অভিভাবকদের অভিযোগ থাকলেও, এত দিন তা খুব একটা পাত্তা দিতেন না স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রাতে প্রেমিকের বাড়িতে থাকার আবেদন নাকচ, রাগে আত্মহত্যা প্রেমিকের
নতুন এই নির্দেশিকার ফলে স্কুল পরিচালন কমিটির বৈঠকের মিনিটসের তথ্য সহ আয়-ব্যয়ের হিসাব, স্কুলের শূন্যপদ, শিক্ষকদের হাজিরার মতো বিষয়গুলিও তাঁদের জানাতে বাধ্য থাকবেন স্কুল কর্তৃপক্ষ। এ ছাড়া, কোনও স্কুলে কত শূন্যপদ রয়েছে, তা-ও জানতে পারবেন তাঁরা। শুধু অভিভাবকরাই নন, এই নির্দেশের ফলে বিভিন্ন স্কুলে বদলি নিতে চাওয়া শিক্ষকরাও যাবতীয় তথ্য হাতে পেয়ে যাবেন। ফলে বদলি নিতে চাইলে, সেই মতো পরিকল্পনা করতে পারবেন বলেও মনে করছে ওয়াকিবহালমহল।