আরজি কর কাণ্ডে গত ২ মাসে উত্তাল হয়েছে রাজ্য। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে খুনে উত্তপ্ত হয় পরিস্থিতি। এবার এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ। অভিযোগ পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ভুবন মঙ্গলপুর এলাকার। অভিযুক্তকে ঘেরাও করে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এগরা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হয় অভিযুক্তের।
স্থানীয় সূত্রে খবর, শনিবার আহত অবস্থায় মহিলাকে তমলুকের এক নার্সিংহোমে ভর্তি করা হয়। অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে মহিলার মুখে জোর করে বিষ ঢেলে দেওয়া হয়। গ্রামবাসীরা জানতে পেরে মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রবিবার ভোররাতে মৃত্যু হয় মহিলার। জানা গিয়েছে, ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত ব্যক্তিকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। হামলায় নেতৃত্ব দেন মহিলারাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভূপতিনগর থানার বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকেও।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এখনও ধর্ষণ ও বিষ খাওয়ানোর অভিযোগ জমা পড়েনি। তবে তদন্ত চলছে। স্থানীয়দের দাবি, আগের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মহিলাকে মারধর করেন অভিযুক্ত। ধর্ষণ করে খুন কিনা, তা তদন্তের পরই বোঝা যাবে।
জানা গিয়েছে, মহিলার স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। দুই প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। মহিলার মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ।