স্ত্রীর পচাগলা দেহ আগলে বসে ছিলেন স্বামী (Deadbody in Home)। পুরকর্মীরা পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার পরই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছায় (Jagacha)। স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জগাছা থানার নন্দীপাড়া এলাকার বাসিন্দা তুষার চক্রবর্তী। সমীক্ষার কাজে তাঁর বাড়িতে যান পুরকর্মীরা। অনেকবার ডেকেও গৃহকর্তার সাড়া পাননি তাঁরা। বাড়িতে দুর্গন্ধ বেরোনোয় সন্দেহ হয় তাঁদের। পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, তুষারবাবু ঘরের মেঝেয় বসেছিলেন। পাশে তাঁর স্ত্রী তপতী চক্রবর্তীর পচাগলা দেহ। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তাঁর স্ত্রী। ওই দম্পতির একমাত্র মেয়ে মুম্বইয়ে থাকেন।
আরও পড়ুন: 'নকল প্রেমিকা' সেজে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, যুবককে গ্রেফতার পুলিশের
বাড়ি থেকে কিছুটা দূরে থাকেন, তাঁর ভাই নীহারকান্তি চক্রবর্তী। তিনি জানান, দাদার সঙ্গে যোগাযোগ রাখতেন। কিন্তু ৪-৫ দিন ধরে কোনও খবর পাননি তিনি।