গত বেশ কয়েক বছর ধরেই জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে বঙ্গের দুর্গাপুজো নিয়ে রীতিমত সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি। দুর্গাপুজোয় সল্টলেকের ইজেডিসিসিতে অমিত শাহের আসা নিয়ে জল্পনাও তুঙ্গে। এর মধ্যেই আরও একটি চমক। ওই পুজোর প্রধান পুরোহিত এবার একজন মহিলা। তাঁর নাম সুলতা মণ্ডল।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সুলতা সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী। সুলতা পেশাদার মহিলা পুরোহিত। এবার তাঁর হাতেই হবে বিজেপির ' দূ্র্গতিনাশিনী'র আবাহন।
সুকান্ত মজুমদার বটানির শিক্ষক হলেও বাংলার বিভাগের ছাত্রী সুলতা তাঁকে ‘সুকান্তস্যার’ হিসাবেই চেনেন। সেই সুলতা এ বার গুরুদায়িত্ব পেয়েছেন। এক বছর আগে পুজোর মুখে মুখে রাজ্য বিজেপির সভাপতি হলেও তখনও সে ভাবে সব কিছু নিয়ন্ত্রণে ছিল না সুকান্তের।
গঙ্গারামপুর থানার বাতাসকুড়ি গ্রামের মেয়ে সুলতা। সুলতা ছোট থেকেই পুজোর ব্যাপারে খুব আগ্রহী ছিলেন। বাংলার পাশাপাশি শিক্ষাবিজ্ঞানে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে বিএড এবং এমএড পাশ করেন। পেশা হিসাবে শিক্ষকতাই ছিল লক্ষ্য। পুজো করতে ভালবাসেন তিনি
উল্লেখ্য, গত দু'বার পুজো করেছে কালচারাল সেল। এবার তাদের আয়োজন থেকে বাদ রাখা হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রুদ্রনীল ঘোষ প্রতিবাদ জানিয়ে সুকান্ত মজুমদারকে চিঠিও লিখেছিলেন।