বাঙালি বরাবর আবেগি, এবং অবশ্যই ফুটবলপ্রেমী। এই দুইয়ে মিলে গেলে রবিবারের রাতটা কেমন হবে বোঝাই যায়। কাতারে আজ বিশ্বযুদ্ধ, সেই উত্তেজনায় টগবগ করে ফুটছে বাংলা। গোবরডাঙ্গায় যেন নেমেই এসেছে একটুকরো কাতার।
কয়েক ঝলক দেখলে গোবরডাঙ্গার সরকারপাড়াকে কাতারের ওয়র্ল্ডকাপ ভিলেজ বলেও ভুল হতে পারে।
বিভিন্ন দলের পতাকা ও প্লেয়ারদের ছবি দিয়ে সাজিয়ে তোলার হয়েছে পাড়া। লেজার লাইট টুনি লাইট রয়েছে। ও সাউন্ড সিস্টেমে চলছে ফুটবলের থিমের সব জনপ্রিয় গান। বিভিন্ন দেশের পতাকা দিয়ে সেজে উঠেছে রাস্তা নামিদামি ফুটবলারদের বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে পোস্টারে পোস্টারে।
সন্ধে থেকেই জমবে আড্ডা, খাওয়া দাওয়া, গান সঙ্গে অবশ্যই খেলা দেখা, অধিকাংশই এখানে মেসির দলের সমর্থক, তবে হার জিতের ঊর্ধ্বে উঠে খেলার মেজাজটাই সব, সেটা মানছেন সকলেই।