কালিয়াগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মালদার কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো । জানা গিয়েছে, চাষের জমি থেকে ওই অজ্ঞাতপরিচয় নাবালিকার দেহ উদ্ধার হয়েছে । স্থানীয়দের একাংশের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে । কালিয়াচক থানার উজিরপুরের ঘটনা ।
প্রতি দিনের মতো মঙ্গলবার চাষের কাজে গিয়েছিলেন উজিরপুর গ্রামের এক বাসিন্দা । তিনিই প্রথম ক্ষেতে গিয়ে এক নাবালিকাকে আলু থালু বেশে পড়ে থাকতে দেখেন । এরপরেই তিনি স্থানীয়দের খবর দেন । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশেও । নাবালিকার দেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাবালিকার জামাকাপড় অগোছালো অবস্থায় ছিল । তার মুখে এবং পায়ে আঘাতের চিহ্ন ছিল বলে খবর ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।তবে ধর্ষণ হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না । ওই নাবালিকার পরিচয় জানার চেষ্টা চলছে ।