গুলি চালানোর অভিযোগ উঠল খাস কলকাতায় (Kolkata)। পানশালায় বসার জায়গা নিয়ে বচসা। আর সেই বসসার জেরেই এক যুবককে তুলে নিয়ে গিয়ে হাতে গুলি (Kolkata Shoot Out) করার অভিযোগ উঠল আরও এক যুবকের বিরুদ্ধে। বড়দিনের আগের রাতে ঘটনাটি ঘটেছে হাইল্যান্ড পার্কের (Hiland Park) একটি পানশালায়। অভিযুক্ত এই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পিন্টু বাগ নামে নরেন্দ্রপুর এর এক বাসিন্দা জানিয়েছেন, তিনি এবং তাঁর বন্ধু জিৎ মুখোপাধ্যায় হাইল্যান্ড পার্কের একটি পানশালা গিয়েছিলেন। সেখানেই বসা নিয়ে বচসা হয় এক অজ্ঞাত পরিচয় যুবকের সঙ্গে। এরপরই তাঁকে টানতে টানতে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ, বেঁধে দেওয়া হয় তাঁর চোখ। কেড়ে নেওয়া হয় তাঁর সঙ্গে থাকা সোনার হার, কুড়ি হাজার টাকা এবং মোবাইল ফোন। নরেন্দ্রপুরে তাঁকে নিয়ে গিয়ে অভিযুক্ত দু'রাউন্ড গুলি চালায়।
আরও পড়ুন- বুদ্ধগয়ায় খোঁজ মিলল ৪ করোনা আক্রান্তের, প্রত্যেকেই ভিনদেশের নাগরিক
এর মধ্যে লক্ষ্যভ্রষ্ট হয় একটি গুলি। অপর গুলিটি পিন্টুর বাঁ হাতে লাগে। এরপর কোনও মতে পালিয়ে প্রাণে বাঁচেন পিন্টু। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে সাবির মণ্ডল ওরফে বাপি নামে নরেন্দ্রপুরের এক যুবককে গ্রেফতার পুলিশ।