Kylian Mbappe Birthday : জন্মদিন শুভ হল না, ভাল খেলেও বিশ্বকাপের ট্র্যাজিক হিরো কিলিয়ান এমবাপে

Updated : Dec 27, 2022 11:03
|
Editorji News Desk

২০২২-এ ফুটবল বিশ্বকাপে (Fifa World Cup 2022) হ্যাটট্রিক । ৫৬ বছরের রেকর্ড ভাঙেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) । আজ সেই মহান ফুটবলারের জন্মদিন । ২৪ বছরে পা দিলেন তিনি । কিন্তু, এবার জন্মদিন যতটা সুখকর হতে পারত, তা হল না । কারণ শেষপর্যন্ত বিশ্বজয়ের মুকুট হাত ছাড়া হয় ফ্রান্সের । ভাল খেলেও ট্র্যাজিক হিরো হয়েই রয়ে গেলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) । কিন্তু, মানুষের মনে পাকাপাকি জায়গা তৈরি করে নিলেন তিনি ।

গোটা বিশ্বকাপেই ভাল পারফরম্যান্স ছিল এমবাপের । শেষ ম্যাচে গোল্ডেন বুটও জিতলেন । মানুষের প্রশংসা কুড়িয়েও খুশি হতে পারছেন না । বিশ্ব জয়ের স্বপ্ন যে তাঁর অধরাই থেকে গিয়েছে । জন্মদিনে বহু মানুষের ভালবাসা, শুভেচ্ছা পেলেও একরাশ মনখারাপ নিয়ে কাটছে এমবাপের । ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর প্যারিসের শহরতলিতে জন্ম তাঁর। অল্প বয়সেই আন্তর্জাতিক ফুটবলে তারকার আসনে বসেছেন। ক্রীড়াবিদ হওয়া বোধহয় তাঁর রক্তে রয়েছে। এমবাপের মা-বাবা দু'জনেই খেলোয়াড় । ছোটবেলা থেকেই ১০ নম্বর জার্সির প্রতি আকর্ষণ ছিল কিলিয়ানের। মাত্র ১৮ বছর বয়সেই ফ্রান্সের জাতীয় দলের জার্সি পরার সুযোগ আসে। যদিও মাঝে আসে অনেক বাধা । তবে, তাঁর লড়াইয়ের মনোভাব এগিয়ে নিয়ে যায় তাঁকে । মাত্র ২০ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন তিনি ।

আরও পড়ুন, Messi Vs Ronaldo : মাঠের বাইরেও মেসির গোল, কী ভাবে হেরে গেলেন রোনাল্ডো ?
 

খেলার মাঠে যতটা চর্চিত তিনি। ব্যক্তিগত জীবনেও কিন্তু তিনি ততটাই রঙিন। মাত্র ২৩ বছর বয়সেই একাধিক সুন্দরীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তালিকায় রয়েছে, রূপান্তরকামী মহিলা মডেল ইনেস (Ines Rau) থেকে শুরু করে ফ্রান্সের সেরা সুন্দরী এলিকা (Alicia Aylies) এমনকি বাদ যাননি নেদারল্যান্ডসের ফুটবলার গ্রেগরি ভ্যান ডার উইয়েলের স্ত্রী রোজ়ের নামও।

টুর্ণামেন্টে মোট ৮টি গোল । কিন্তু তারপরেও মাথা নীচু করে ছাড়তে হয়েছে বিশ্বকাপের মঞ্চ । স্বপ্নপূরণ হয়নি ঠিকই । তবে,থেমে থাকবেন না তিনি । আর্জেন্টিনার বিরুদ্ধে হারের পর এমবাপে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবার ফিরে আসবেন তাঁরা ।  তাঁর কথাতে স্পষ্ট পরের বিশ্বকাপের জন্য এখন থেকে তৈরি হচ্ছেন এমবাপে ।

FranceMbappeBirthday

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ১৮৫ রানে শেষ ভারতের ইনিংস, 'বডিলাইন' অ্যাটাকে বিধ্বস্ত পন্থ, রান পেলেন না বিরাটও

editorji | খেলা

Goutam Gambhir : বোর্ডের বার্তা ফিরিয়ে রোহিতের অবসরেই কি সিলমোহর বসালেন গম্ভীর ?

editorji | খেলা

Rohit Sharma: মেলবোর্নই শেষ টেস্ট! এবার কি অবসর নেওয়া উচিত রোহিতের?

editorji | খেলা

Rohit Sharma: বাদ পড়লেন খোদ অধিনায়ক, সিডনিতে বিশ্রামে রোহিত শর্মা, অবসর কি নেবেন!

editorji | খেলা

Khel Ratna Award: খেলরত্ন সম্মান পেলেন মনু ভাকের, তালিকায় আর কারা? ঘোষণা কেন্দ্রের