সিডনি টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। দুবছর আগে অস্ট্রেলিয়া সফরের নায়ক, ঋষভ পন্থ এবার যেন ভিলেন। থার্ড সেশন শুরু হওয়ার পরই ড্রেসিংরুমে ফিরলেন। মেলবোর্নে যেমন পরিস্থিতি না বুঝে শট সিলেকশন করেছিলেন, ঠিক একই ভাবে আউট হলেন সিডনিতেও। প্যাট কামিন্স, স্কট বোলান্ড, মিচেল স্টার্কদের বডিলাইন সামলাতে গিয়ে ১২বার গায়ে লাগল বল। মাঠে ফিজিয়ো এসে শ্রুশ্রুষাও করলেন। কিন্তু পন্থ নিজের খেলার স্টান্ট বদলালেন না। যার ফল পেতে হল টিম ইন্ডিয়াকে।
সিডনির টেস্ট সিরিজের ডিসাইডার টেস্ট। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। প্রথম ১০ ওভারের মধ্যেই দুই ওপেনারকে ফেরান অজি বোলাররা। ১০ রান করে বোলান্ডের ডেলিভারিতে ফেরেন যশস্বী জয়সওয়াল। ৪ রান করে কে এল রাহুলকে ফেরান মিচেল স্টার্ক। শুভমান গিল ও বিরাট কোহলি বড় পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু নাথান লিওনের ডেলিভারিতে ফেরেন শুভমান। বোলান্ড তুলে নেন বিরাটের উইকেট।
ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা সিডনির পিচে দীর্ঘক্ষণ লড়াই করলেন। কিন্তু স্কোরবোর্ড এগোল না। ৯৮ বল খেলে ৪০ রান করেন ঋষভ পন্থ। ৯৫ বলে ২৬ রান জাদেজার। মেলবোর্নে প্রথম সেঞ্চুরি করা নীতিশ রেড্ডি বোলান্ডের প্রথম বলেই ডাক হয়ে ফিরলেন। ১৪ রানে ফেরেন ওয়াশিংটন সুন্দর। অধিনায়ক জসপ্রীত বুমরা ১৭ বলে করেন ২২ রান।
অস্ট্রেলিয়ার হয়ে একাই চার উইকেট নেন স্কট বোলান্ড। ৩ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। ২ উইকেট অধিনায়ক প্যাট কামিন্সের ও এক উইকেট নাথান লিওনের।