Rohit Sharma: মেলবোর্নই শেষ টেস্ট! এবার কি অবসর নেওয়া উচিত রোহিতের?

Updated : Jan 03, 2025 10:48
|
Editorji News Desk

অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া যা পারফর্ম করল, তা দেখে যে কোনও ফ্যানেরই মনখারাপ হওয়ার কথা। দুটি টেস্টে হার, একটি টেস্ট ড্র। পার্থ টেস্টের জয়ের আত্মবিশ্বাস, সিডনিতে তলানিতে গিয়ে ঠেকেছে। আশ্চর্য কান্ড হল সিডনি টেস্টের ২৪ ঘণ্টা আগে। ফিফথ টেস্টের আগে বিশ্রামে অধিনায়ক রোহিত শর্মা। এমনই দাবি নতুন অধিনায়ক জসপ্রীত বুমরার। 

এই সিরিজ শুরু হওয়ার আগে তিনজন ক্রিকেটারের রিটায়ারমেন্ট নিয়ে জল্পনা শুরু হয়। তাঁদের মধ্যে অবসর নিয়ে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। বাকি আছেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। পার্থ টেস্টে রোহিত ছিলেন না। বুমরার নেতৃত্বে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস যেন বুস্ট আপ হয়েছিল। সেই সময় অনেকেই চেয়েছিলেন, অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব দিক বুমরা। রোহিত ফিরতেই যেন চেপে ধরল অস্ট্রেলিয়া। অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্নে মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়া। পঞ্চম টেস্টের আগে কি ম্যানেজমেন্টের কোপে পড়লেন রোহিত শর্মা! তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।

সিডনি টেস্টের আগের দিন প্রেস কনফারেন্সে দুটি চেয়ার রাখা ছিল। হেড কোচ গম্ভীরের সঙ্গে আসার কথা ছিল অধিনায়ক রোহিত শর্মার। কিন্তু হিটম্যানকে দেখা যায়নি। ওই নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর। জানিয়ে দিলেন, সিডনির পিচ দেখে প্রথম একাদশের সিদ্ধান্ত নেবেন তিনি। অনুশীলনেও যেভাবে বুমরার সঙ্গে গম্ভীরকে কথা বলতে দেখা যায়, তাতে ছবিটা কয়েকদিন আগে থেকেই পরিষ্কার ছিল। অধিনায়ক রোহিতের ৩ টেস্টে রানসংখ্যা মাত্র ৩১। মিডল অর্ডার, ওপেন, সব জায়গায় নিজেকে ফিট করার চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই কিছু হল না। লাল বলের ক্রিকেট থেকে কি সম্পূর্ণ বিশ্রামে চলে যাবেন রোহিত! যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি আছে। 

শুক্রবার সিডনিতে টস করার সময় যখন অধিনায়ক বুমরা আসেন, তখন মাঠে উপস্থাপক ছিলেন রবি শাস্ত্রী। রোহিত কেন খেলছেন না, এই নিয়ে আরও ভাল করে প্রশ্ন করা উচিত ছিল। রবি শাস্ত্রীকে এই নিয়ে আক্রমণ করেছেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর দাবি, এত রাখঢাকের কিছু ছিল না। রোহিত শর্মা কেন খেলছেন না, তা নিয়ে একটা সরকারি বিবৃতি আসেনি। বুমরাকে তাই আরও প্রশ্ন করা উচিত ছিল। সমর্থকদের প্রতি অবিচার করা হল বলেও মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর। টসের সময় জসপ্রীত বুমরা জানিয়েছেন বিশ্রামে পাঠানো হয়েছে রোহিত শর্মাকে। কীসের বিশ্রাম! মঞ্জরেকরের মতে, রোহিত ঘরোয়া ক্রিকেট খেলেন। পার্থ টেস্টেও ছিলেন না। তা হলে কেন রোহিত বিশ্রামে গেলেন। সঞ্জয় মঞ্জরেকর সরাসরি প্রশ্ন তোলেন, সোজা কথাটা কেন সোজা ভাবে বলা হচ্ছে না? 

মেলবোর্ন টেস্টের পর থেকেই ভারতীয় ড্রেসিংরুম উত্তাল। হেড কোচ গৌতম গম্ভীর সরাসরি ক্রিকেটারদের দায়ী করছেন। ক্রিকেটাররা আবার দায়ী অধিনায়ক রোহিতকে। অনেকেই রোহিতের নেতৃত্ব নিয়ে নাকি খুশি ছিলেন না। ক্যাপ্টেনের ব্যাটে যদি রান আসত, তার থেকে ভাল কোনও জবাব হয় না। কিন্তু গত ৩ ম্যাচে মাত্র ৩১! অস্ট্রেলিয়া সফরে খেলতে এসে সামান্য বেশি তো প্রত্যাশা করাই যায়। কিন্তু তা হয়নি। অস্ট্রেলিয়া সিরিজের পর আগামী কয়েকমাস টেস্ট ক্রিকেট নেই। তা হলে অস্ট্রেলিয়া সফরের পরেই কি অবসর নিয়ে ফেলবেন রোহিত শর্মা! যে ফর্মে আছেন, তাতে সত্যি রোহিতের হয়তো জায়গা ছেড়ে দেওয়াই উচিত। নীতিশ রেড্ডি, শুভমান গিলের মতো তরুণ প্রতিভারা নিজেদের আরও মেলে ধরার সুযোগ পাবেন।

তা হলে কি আর সাদা জার্সিতে দেখা যাবে না রোহিতকে! মাঠে বিরাট-রোহিতের একসঙ্গে থাকার দৃশ্যও থাকবে না? ২০১৩ সালে ইডেন গার্ডেন্সে অভিষেক হয় রোহিতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই টেস্টে ১৭৭ রান করেন রোহিত। টেস্ট ক্রিকেটে ৪৩০১ রান করেছেন তিনি। ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি আছে তাঁর। মেলবোর্নেই হয়তো শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত।

ROHIT SHARMA

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ১৮৫ রানে শেষ ভারতের ইনিংস, 'বডিলাইন' অ্যাটাকে বিধ্বস্ত পন্থ, রান পেলেন না বিরাটও

editorji | খেলা

Mohun Bagan Super Giant : বছর শুরু শীর্ষে থেকেই, ১১ জানুয়ারি ডার্বি কোথায় ?

editorji | খেলা

Goutam Gambhir : বোর্ডের বার্তা ফিরিয়ে রোহিতের অবসরেই কি সিলমোহর বসালেন গম্ভীর ?

editorji | খেলা

Rohit Sharma: বাদ পড়লেন খোদ অধিনায়ক, সিডনিতে বিশ্রামে রোহিত শর্মা, অবসর কি নেবেন!

editorji | খেলা

Khel Ratna Award: খেলরত্ন সম্মান পেলেন মনু ভাকের, তালিকায় আর কারা? ঘোষণা কেন্দ্রের