ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের। একই অলিম্পিকে এবার দেশকে দুটি পদক এনে দিয়েছেন মনু ভাকের। মনু-সহ চার অ্যাথলিটকে এবার খেলরত্ন দেবে কেন্দ্র। খেলরত্ন সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে হকি টিমের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারালিম্পিকের সোনা জয়ী প্রবীন কুমার ও দাবার বিশ্বচ্যাম্পিয়ন গুকেশকেও।
বৃহস্পতিবার খেলরত্নের পাশাপাশি যারা অর্জুন পুরস্কার পাবেন, তাঁদের নামও ঘোষণা করেছে কেন্দ্র। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ৩২ জন অ্যাথলিট, ১৭ জন প্যারা অ্যাথলিটকে অর্জুন পুরস্কার দেওয়া হবে।
ভারতীয় ক্রীড়াজগতে সর্বোচ্চ সম্মান খেলরত্ন। খেলরত্ন দেওয়া হবে কিনা, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। প্রশ্ন তুলেছিলেন তাঁর বাবা রামকিষাণ। এই পুরস্কার পাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মনু ভাকের। মনু লেখেন, "দেশকে প্রতিনিধিত্ব করাই আমার ভূমিকা। খেলরত্ন ক্রীড়াক্ষেত্রে বিশেষ সম্মান। পুরস্কার ও পরিচিতি অবশ্যই প্রেরণা দেয়। কিন্তু আমার লক্ষ্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। খেলরত্নের মনোনয়নের সময় কিছু গণ্ডগোল হয়েছিল। পরে যা সংশোধন করা হয়। এই সম্মান দেশের হয়ে আরও পদক জিততে প্রেরণা দেবে।" আর ওই বিতর্ক নিয়ে কথা না বলার অনুরোধ করেছেন মনু।
টানা দুবার অলিম্পিকে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন হকি টিমের অধিনায়ক হরমনপ্রীত সিং। তাঁকেও এই সম্মান দেবে কেন্দ্র। সবথেকে কম বয়সে অলিম্পিয়াডে সাফল্য। দাবায় ইতিহাস তৈরি করে খেলরত্ন পেতে চলেছেন গুকেশ। প্যারালিম্পিকে দেশকে সোনা এনে দিয়েছেন হাইজাম্পার প্রবীন। খেলরত্নের তালিকায় থাকলেন তিনিও।