মেলবোর্ন কি তাহলে অধিনায়ক রোহিত শর্মার শেষ টেস্ট হয়ে রইল ? উত্তর এখনও স্পষ্ট নয়। তবে, অস্ট্রেলিয়ার মাটিতে গুরু গম্ভীরের অদ্ভূত বার্তায় ঘূর্ণি মতো পাক খাচ্ছে এই প্রশ্নগুলো। সিডনিতে টসের পরে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক টেলর তো বলে দিলেন, এত রাখঢাকের কি আছে, বলে দিক না টেস্ট ক্রিকেটে আর নেই রোহিত শর্মা। দেখা যাবে কত দম রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
ঘুরে ফিরে সেই অস্ট্রেলিয়া। যেখান থেকে ফের শুরু হল ভারতীয় ড্রেসিং রুমের অন্দরের অবনতির খবর। প্রশ্ন হল, চারটি টেস্টের পর কেন ভারতের কোচ গৌতম গম্ভীরের মনে হল তাঁর দলের সিনিয়ররা সেরা দিতে পারছেন না ? পার্থতে ভারত জিতেছে। বিরাট-যশস্বীর ব্যাটে শতরান এসেছে। এরপর বাকি তিনটি টেস্টে কি করেছেন ভারতীয় ব্যাটাররা ?
তাহলে, সিডনিতে আসার আগে পর্যন্ত তাঁর ব্যাটারদের গলদ কেন দেখতে পেলেন না গম্ভীর ? তাহলে, তাঁর সার্পোট স্টার্ফরা তাঁকে কী ইনপুট দিলেন ? কার পরামর্শে মেলবোর্নে রোহিতকে হঠাৎ করে ওপেন করানোর সিদ্ধান্ত নেওয়া হল ? যেখানে মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে ঋষভের আউট দেখে সরাসরি উষ্মা প্রকাশ করেছেন গাভাসকর, সেখানে দলের অন্দরে পন্থকে কী বার্তা দিয়েছেন কোচ গম্ভীর ?
দায় সবার। মাথার উপর সচিন-সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণদের মতো তারকারা। সঙ্গে বীরু, গম্ভীরের মতো বাকিরা। কিন্তু ভারত অধিনায়ক হিসাবে এই বার্তাতেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর দলের ওপেনার হিসাবে সেই বার্তা মনে থাকার কথা গৌতম গম্ভীরের। আইপিএলের একটা দলকে চ্যাম্পিয়ন করানো আর পাঁচদিনের টেস্ট ম্যাচের মধ্যে আকাশ-পাতালের পার্থক্য, সেটা তাঁকে ঘরের মাঠেই বুঝিয়ে দিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া যাওয়ার আগে কিউইরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে জিতেছেন তাঁর দল পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলতে পারে না।
তার পরেও কী শিক্ষা হয়েছে ? রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে গুরু গম্ভীরকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইন্ডিয়ান কোচ। সত্যিই তো। ঠিক করেছিল বীরেন্দ্র সেহওয়াগ। তিনি বুঝতে পেরেছিলেন যে দল দিয়ে তাঁকে ভারতের কোচ করা হবে, তার থেকে প্রথম এগারোর ক্রিকেটাররা যথেষ্ট স্মার্ট। কেন এই দলের ব্যাটিং কোচের নাম হবে অভিষেক নায়ার ? এই দলে রায়ান দুসখাতের ভূমিকা কী, এখনও স্পষ্ট নয়।
সিনিয়রদের থেকে সেরাটা বার করতে হলে, প্রয়োজন তাঁদের পিছনে নিজের সেরাটা দেওয়া। বিরাট কোনও সময়ের পার্থক্য নয়। কিছুদিন আগেও ভারতীয় নেটে দেখা যেত বিরাট-রোহিতদের ব্যাটিংয়ের সময়ে উইকেট টু উইকেটে দাঁড়িয়ে থাকতেন একজন। তিনি রাহুল শরদ দ্রাবিড়। তাঁর জুতোয় পা গলিয়ে একটা অস্ট্রেলিয়া সফরেই হাত থেকে সব রাশ বেরিয়ে গেল গম্ভীরের ?
রোহিতকে বিদায়ী টেস্ট খেলতে দিন। মুম্বই থেকে নাকি এমনই বার্তা গিয়েছে বোর্ডের তরফে। সংবাদসংস্থা পিটিআই এই খবর দিলেও, স্পষ্ট করেনি ওই বোর্ড কর্তার নাম। সেই বার্তাও নাকি খারিজ করে দিয়েছেন গুরু গম্ভীর। যদিও টস করতে নেমে ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা জানিয়েছে, ক্যাপ্টেন রোহিত তাঁদের সঙ্গেই আছেন।
সূচি যা বলছে, নতুন বছরের জুন মাসে ফের টেস্ট খেলতে নামবে ভারত। ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। সেই দলে কি রোহিত শর্মা থাকবেন ? সিডনি সেই প্রশ্নটা উস্কে দিল। এইটুকু যা।