মরসুম শেষে কি ঠিকানা বদল হবে মেসির, নাকি থাকবেন পিএসজি-তেই, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই পরিস্থিতিতে মেসিকে কিনতে নাকি হাত মেলাতে পারে মেজর সকার লিগে খেলা ২৯টি ক্লাব। মেসিকে বেতন দিতে এই সিদ্ধান্ত নাকি নিয়েছে তারা।
সংবাদপত্র ‘স্পোর্টস’ জানিয়েছে, মেসিকে সই করাতে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামি ছাড়াও বেশ কয়েকটা ক্লাব মরিয়া। মেসিকে কিনতে যে বিপুল পরিমাণ টাকা দরকার তা জোগানোর জন্য হাত মেলাতে পারে এই লিগে খেলা ২৯টি ক্লাব। তারা সবাই মিলে মেসির বেতনের টাকা দেবে। তার পরে মেসি ঠিক করবেন, কোন ক্লাবে খেলবেন। মায়ামি ছাড়া সেই দৌড়ে রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও আটলান্টা।
পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে এখনও সই করেননি লিও। সৌদির ক্লাব আল হিলালও মেসিকে নিতে আগ্রহ দেখিয়েছে। এই পরিস্থিতিতে তিনি কী সিদ্ধান্ত নেন সে দিকেই তাকিয়ে সবাই।