বিশ্ববিখ্যাত স্ট্রাইকার লুই সুয়ারেজকে পোর্তো অ্যালেগ্রেতে রীতিমতো গর্জন করে অভিবাদন জানালেন ৩০ হাজার গ্রেমিও ফ্যান! উরুগুয়ে ন্যাশনালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই ৩৫ বছরের স্ট্রাইকার ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হন গ্রেমিও'র সঙ্গে। সময়টা গ্রেমিও'র দারুণ যাচ্ছে। ২০২১ এ সবাইকে চমকে দিয়ে ব্রাজিলের সুপার ডিভিশন থেকে নেমে যাওয়ার পর ফের তাদের উত্থান এবং প্রথম পাঁচ দলের মধ্যে প্রবেশ। আর তারপরেই আগমন সুয়ারেজের। উরুগুয়ের স্ট্রাইকার যে গ্রেমিও'র শক্তি বহুগুণে বাড়িয়ে তুলবেন, তা নিয়েও নিশ্চিত সকলে।
উল্লেখ্য, সুয়ারেজের কেরিয়ারে গ্রেমিও হল অষ্টম ক্লাব। লিভারপুর, আয়াখস, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবেও চুটিয়ে খেলেছেন তিনি।