সারা বিশ্ব কার্যত প্রহর গুনছে। আগামী ২০ নভেম্বর অর্থাৎ রোববার থেকেই শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football World Cup 2022)। এবার বিশ্বকাপ কাতারে। মেতে উঠেছে ফুটবলবিশ্ব। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে কাতার বিশ্বকাপের থিম সং। এবার একগুচ্ছ গান উপহার দিয়েছে কাতার। প্রথম গান ‘হায়া হায়া হায়া’ গেয়েছেন ত্রিনিদাদ কার্দোনা, ইতিমধ্যেই লোকের মুখে মুখে ফিরছে সেই গান। ওয়ার্ল্ড কাপ আর থিম সং যেন সমার্থক। রইল এখনও পর্যন্ত সেরা ৫টি বিশ্বকাপের গানের তালিকা।
১৯৯০ ইতালি বিশ্বকাপ -
ফুটবল বিশ্বকাপে থিম সঙের যাত্রা শুরু ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের সময়কাল থেকে। সেবারের অফিসিয়াল গানটি ছিল জিওর্জিও মোরোডারের 'টু বি নাম্বার ওয়ান' । এটি ইংরেজি এবং ইতালিয়ান উভয় ভাষায় পরিবেশিত হয়েছিল।
১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ-
১৯৯৮ সালের বিশ্বকাপের জন্য তৈরী থিম সংটি গেয়েছিলেন রিকি মার্টিন। বিশ্বকাপের গানের ইতিহাসে এই গান আজও কানে লেগে রয়েছে সকলের। গানটির নাম ছিল ‘দা কাপ অফ লাইফ’।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ-
জনপ্রিয়তায় আজও শীর্ষে রয়েছে ২০১০ সালের বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’, অনবদ্য নাচের সঙ্গে তাঁর অমায়িক কণ্ঠের জাদুতে বুঁদ হয়েছিল ৮ থেকে ৮০ ।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপ -
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের থিম সঙ গেয়েছিলেন পিটবুল। সেই গানে শোনা গিয়েছিল আরও এক বিখ্যাত শিল্পী জেনিফার লোপেজ এবং ব্রাজিলিয়ান গায়িকা ক্লদিয়া লেতের গলা। আজও সেই গান বিখ্যাত।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ-
রাশিয়া বিশ্বকাপে ‘ওয়ান লাইফ লিভ ইট আপ’ গেয়েছিলেন নিকি জ্যাম, উইল স্মিথ এবং এরা ইস্ত্রেফি।