২০ বছরের পর , ফের ফাইনালের মাঠে মেন ইন ব্লুয়ের প্রতিপক্ষ ব্যাগি গ্রিন। উত্তেজনায় ফুটছে গোটা দেশ। নীল জামা গায়ে গোটা দেশের হয়ে খেলতে নামবেন বিরাট, রোহিত, বুমরা, জাদেজারা। তাঁদের উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত থাকেন তাঁদের প্রেয়সীরা।
বিরাট মাঠে নামলে অনুষ্কা গ্যালারিতে থাকেন, আবার গিল ব্যাট ঘোরালেও ক্যামেরা ঘোরে সারার দিকে। এই ছবি সকলেরই মোটামুটি চেনা।
কিন্তু, এ বাদেও ভারতীয় ক্রিকেট তারকাদের স্ত্রী বা বান্ধবীরা মাঝে মাঝে মাঠে আসেন। এক ঝলকে চিনে নিন তাঁদের।
রোহিতের স্ত্রী রীতিকা: বিশ্বকাপের মোটামুটি সব ম্যাচেই গ্যালারিতে নজর কেড়েছেন রোহিত পত্নী রীতিকা সাজদে, ভারতীয় ক্রিকেট দলের এই ফার্স্ট লেডি পেশায় একজন স্পোর্টস ম্যানেজার।
জাদেজা জায়া রিভাবা: জাদেজার স্ত্রী রিভাবা তাঁর নিজের পরিসরে বেশ জনপ্রিয় ,তিনি একজন রাজনীতিক। তিনি জামনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক।
সূর্যকুমারের স্ত্রী দেভিশা: সূর্যকুমারের পত্নী দেভিশা শেট্টি পেশায় নৃত্য প্রশিক্ষক। ২০১৬ সালে বিয়ে হয় তাঁদের।
বুমরার স্ত্রী সঞ্জনা: বুমরা পত্নী সঞ্জনা গণেশন ক্রিকেট জগতে বেশ পরিচিত মুখ। তিনি একজন ক্রীড়া সঞ্চালক।