সম্প্রতি BJP-তে যোগদান করেছিলেন জাতীয় স্তরের এক ক্রিকেটার। সেই কারণে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের রোষানলে পড়তে হয়েছিল। আর তাই তাঁকে মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত ওই ক্রিকেটারের নাম কমল সরকার। তিনি বিশেষভাবে সক্ষম।
জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি ফিরছিলেন কমল সরকার। অভিযোগ, সেসময় তাঁকে কুকথা বলেন স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা। তাঁরা সকলেই স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদারের অনুগামী। প্রতিবাদ করেন কমল। এর পরেই তাঁর উপর হামলা করে শান্তনু ও তাঁর অনুগামীরা।
এবিষয়ে বরানগর পৌরসভার পুর পারিষদ সদস্য অঞ্জন পাল জানিয়েছেন, এই ঘটনার কোনওভাবেই কাম্য নয়।