মরশুমের প্রথম ডার্বি দেখার জন্য তখন মুখিয়ে কলকাতা। ডুরান্ড কাপে মঞ্চে যুবভারতী তৈরি ছিল বড় ম্যাচের আয়োজন করার জন্য। সেই ম্যাচ শুরুর আগে থেকে আরজি কর ইস্যুকে কেন্দ্র করে উত্তাল ছিল রাজ্য-রাজনীতি। তার আঁচ যাতে মাঠে না পড়ে, তার জন্য যুবভারতীতে থেকে বড় ম্যাচ পিছিয়ে দিতে কার্যত বাধ্য হয় রাজ্য। প্রতিবাদ যুবভারতীর গেটে।
কাট টু বর্তমান প্রেক্ষাপট।
১১ জানুয়ারি আরও একটা ডার্বির দিন। এবারও সেই ম্যাচের ভবিষ্যৎ ঝুলে রয়েছে গঙ্গাসাগর মেলার উপরে। সম্প্রতি রাজ্যে ক্রীড়া দফতর জানিয়ে দিয়েছে, এই ম্যাচ কলকাতায় আয়োজন সম্ভব নয়। কারণ, ৭ জানুয়ারি থেকে শুরু এবারের সাগর মেলা। এই মেলার জন্য বড় ম্যাচে পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
তাহলে কোথায় হবে ১১ তারিখের ডার্বি ?
বছরের প্রথম ম্যাচে হায়দরবাদকে কার্যত উড়িয়ে দিয়ে বাগান কোচ হোসে মলিনা জানিয়েছেন, তাঁর দল ডার্বি খেলতে চায় কলকাতাতেই। কিন্তু মলিনার এই দাবি কী শেষ পর্যন্ত থাকবে ? সম্প্রতি রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এত পুলিশ তাদের হাতে নেই। গঙ্গাসাগর মেলা রাজ্যের কাছে অগ্রাধিকার বলেই দাবি করেছিলেন তিনি।
তাহলে উপায় ?
সেই খোঁজ এখনও চলছে। ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি ডার্বির আয়োজক এবার মোহনবাগান সুপার জায়েন্ট। কলকাতার কাছে যদি এই ম্যাচ করতে হয়, তাহলে বিকল্প হতে পারে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম এবং জামেশদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেস। ডার্বির বল গড়ানোর আগে যা পয়েন্ট তালিকা, তাতে শীর্ষে সবুজ-মেরুন।
১৪ ম্যাচ খেলে এখন ৩২ পয়েন্টে দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়েন্ট। পাঁচ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয়স্থানে রয়েছে বেঙ্গালুরু। প্রথম ছয়ের মধ্যে রয়েছে গোয়া থেকে ওড়িশা। ইন্ডিয়ান সুপার লিগের বাকি পর্বে দলের জয়ের রথ অব্যাহত রাখতে চান স্প্যানিশ কোচ হোসে মলিনা।
চোট-আঘাত নিয়েই ফুটবল। মানছেন বাগানের স্প্যানিশ কোচ। হায়দরাবাদ ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে তিনি ফিট করে মাঠে নামিয়েছেন। চোটের তালিকায় এখনও রয়েছেন পেত্রাতোস। এবার একনজরে দেখে নেওয়া যাক, ইন্ডিয়ান সুপার লিগের সূচিতে সবুজ-মেরুনের বাকি ম্যাচের তালিকা।
১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি খেলবে মোহনবাগান। ১৭ জানুয়ারি তাদের প্রতিপক্ষ জামশেদপুর। ২১ জানুয়ারি প্রতিপক্ষ চেন্নাইয়ান। ২৭ জানুয়ারি ঘরের মাঠে বাগানের প্রতিপক্ষ হবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই কলকাতায় হবে মিনি ডার্বি। মোহনবাগানের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং।
পাঁচ ফেব্রুয়ারি প্রতিপক্ষ পঞ্জাব। ১৫ তারিখ কেরল এবং ২৩ তারিখ ওড়িশার বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়েন্ট। মার্চ মাসে দুটি ম্যাচ খেলবে সবুজ-মেরুন। ১ তারিখ প্রতিপক্ষ মুম্বই এবং ৮ তারিখ প্রতিপক্ষ গোয়া।
সূচি যা তাতে আগামী দু মাস অনেক চ্যালেঞ্জ নিয়েই ভারত ভ্রমণ করতে হবে মোহনবাগানকে। দর্শক থেকে ফুটবলার, সবার ভরসা এখন একজন। তিনি এই দলের সারথি হোসে মলিনা।