২৮ বছর অপেক্ষার পর ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপে (ICC world cup 2011) জয়ী হয় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন ভারত। সেই ঐতিহাসিক লগ্নের ১১ বছর পূর্ণ হল শনিবার। নতুন একটি বইয়ের মাধ্যমে ফের উঠে এল তৎকালীন একটি চমকপ্রদ তথ্য। ভারতের প্রাক্তন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন (Paddy Upton) ওই বইতে (The barefoot coach) লেখেন, ২০১১ সালের বিশ্বকাপের ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের যৌন সংসর্গের পরামর্শ দিতেন তিনি। নিজের বই 'দ্য বেয়ারফুট কোচ'-এ এই কথা লিখে আপটন জানান, তাঁর ওই 'পরামর্শ'র কথা জানতে পেরে ভারতীয় দলের তৎকালীন প্রধান কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten) প্রচণ্ড রেগে গিয়েছিলেন।
আরও পড়ুন: বাবার সঙ্গে ছেলেবেলায় ফেরা, কাশ্মীরে স্মৃতিমেদুর স্বস্তিকা
প্যাডি আপটন জানিয়েছেন, নিজের বইতে তিনি উল্লেখ করেছেন ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে তিনি কীভাবে 'ম্যাচের আগে যৌন সংসর্গের উপকারিতা' শীর্ষক (Sex before match) বিষয়ে বিস্তারিত লিপিবদ্ধ করতেন নিজের নোটবুকে। সেই অনুযায়ীই পরামর্শ দিতেন ক্রিকেটারদের।
তিনি বইতে লিখেছেন, প্র্যাকটিসে আসতে কেউ দেরি করলে তাঁর জন্য ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছিল ধোনি। 'ওই সিদ্ধান্তের পর থেকে আর কেউ দেরি করতেন না', লিখেছেন প্যাডি।