দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি তাঁর কেরিয়ারের শেষ দুই বছর চোখে গুরুতর চোট নিয়ে খেলেছেন। ডি ভিলিয়ার্স ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, কিন্তু ২০২১ সাল পর্যন্ত আইপিএলে খেলা চালিয়ে যান।
ডি ভিলিয়ার্স তাঁর চোখের চোটের কারণ হিসেবে জানান, তাঁর ছোট্ট ছেলের গোড়ালি তাঁর চোখে লাগে। এর পর তাঁর ডান চোখের ভীষণ হারিয়ে যায় বলে জানান তিনি। আশ্চর্যের বিষয় হল, চোট থাকা সত্ত্বেও দুর্দান্ত খেলেছিলেন এবি। শুধু বাম চোখের উপর ভরসা করেই শেষ দুবছর ২২ গজে নেমেছেন ভিলিয়ার্স।