রুতুরাজ গায়কোয়ার নন, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা উচিত মহেন্দ্র সিং ধোনিকেই৷ এমনই দাবি করলেন এবি ডিভিলিয়ার্স৷ তাঁর মতে, যতদিন না ধোনি অবসর নিচ্ছেন, ততদিন তিনিই নেতৃত্ব দিন সিএসকে দলকে।
এবিডি বলেছেন, তাঁর কাছে এখনও সবচেয়ে ভয়ানক অধিনায়ক, যাঁকে তিনি ভয় পান, তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি৷ তাই তিনি থাকতে অন্য কাউকে অধিনায়ক করার কথা ভাবাই উচিত নয়।
আইপিএল শুরু হওয়ার আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন এমএসডি৷ নতুন অধিনায়ক রুতুরাজের নেতৃত্বে চেন্নাই প্লে অফে উঠতে পারেনি।
জিও সিনেমায় ডিভিলিয়ার্স বলেছেন, "ধোনি অধিনায়ক না থাকায় সিএসকে-র বিরুদ্ধে খেললে যে ভয় পাওয়ার ব্যাপারটা ছিল, সেটাই চলে গিয়েছে।" রুতুরাজ সম্পর্কে তাঁর মন্তব্য, "গায়কোয়াড়েের ভবিষ্যৎ উজ্জ্বল। অধিনায়কত্বও ভালই করেছে। কিন্তু ধোনি মাঠ থাকলে ওকে অধিনায়ক না করা অপচয় বলেই আমার মনে হয়।"
এবিডি আরও বলেন, "সিএসকে আগেও চেষ্টা করেছে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার। সেটা কাজে লাগেনি।"