ক্রমেই আরও অবনতির দিকে যাচ্ছে ফুটবল কিংবদন্তি পেলে-র শারীরিক অবস্থা। চিকিৎসকরা জানিয়েছেন, পেলের শরীরে ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে। রীতিমতো ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই মারণব্যাধি। আপাতত তিনি রয়েছেন এলিভেটেড কেয়ারে। বুধবার সাও পাওলোর হাসপাতাল থেকে পেলের শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি দেওয়া হয় সেখানেই তাঁর শারীরিক অবস্তার অবনতির কথা জানানো হয়।
সোশ্যাল মিডিয়ায় পেলের মেয়ে কেলি জানিয়েছেন, বাবার অসুস্থতার জন্য তাঁদের পরিবারের ক্রিসমাসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। হাসপাতালেই ক্রিসমাস (X-mas) পালন করবেন তাঁরা। তাঁর সর্বাঙ্গ ফুলে গিয়েছে, কেমোথেরাপি কাজ করছে না। শারীরিক সমস্যার জন্য ঠিকমতো খাওয়াদাওয়াও করতে পারছেন না ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। সেই সঙ্গে রয়েছে কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যাও।
গত সেপ্টেম্বরে পেলের কোলনে অপারেশন করে একটি টিউমার বাদ দেওয়া হয়। সেই টিউমার ক্যান্সারে পরিণত হয়ে গোটা দেহে ছড়িয়ে পড়েছে কি না, সে বিষয়ে ডাক্তার বা পরিবারের পক্ষ থেকে মুখ খোলা হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহেই পেলের চিকিৎসকরা আশ্বাসবাণী শুনিয়েছিলেন। জানিয়েছিলেন, পেলের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। বিশেষত তাঁর শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সমস্যার। সাধারণ বেডেই ভর্তি ছিলেন তিনি। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ার চিন্তায় পড়েছেন তাঁর সমর্থক এবং অনুরাগীরা।