এবার বিখ্যাত বালিশিল্পী সুদর্শন পটনায়েক কটকের মহানদীর তীরে বালি দিয়ে বানালেন পৃথিবীর সবচেয়ে বড় হকি-ভাস্কর্য। ২০২৩ সালের হকি বিশ্বকাপের শুরুতে এই ভুবনবিখ্যাত শিল্পীর ভাস্কর্য নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুদর্শনের তৈরি করা এই ভাস্কর্যটি ১০৫ ফুট লম্বা এবং তাতে ৫,০০০ হকি বল! বালি দিয়ে বানানো এই কলাকৃতিটি'তে রয়েছে বিশ্বকাপের ট্রফি, হকি টার্ফ এবং হকিস্টিকও। শুধু তাই নয়, এতে রয়েছে হকি বিশ্বকাপে যোগদানকারী সব দেশের জাতীয় পতাকাও।
ভুবনেশ্বর-রাউরকেলা হকি বিশ্বকাপের জন্য ওড়িশায় আসা অতিথিদের জন্য কটকের মহানদীর তীরে নির্মিত হল বিশ্বের বৃহত্তম হকি ভাস্কর্যটি।বিজু পটনায়েক বিমানবন্দরে যখন মানুষ পৌঁছবেন, তখন তাঁদের স্বাগত জানাবে এই সুন্দর বালুকাশিল্প। এই অবিশ্বাস্য আর্ট ইনস্টলেশন সম্পন্ন করতে দুদিন সময় লেগেছে। জাতীয় ক্রীড়ার প্রতি ওডিশার যে আবেগ তা আরও একবার ফুটিয়ে তুললেন সুদর্শন পট্টনায়েক।
উল্লেখ্য, শুক্রবার উদ্বোধনী ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ স্পেন। এবার বিশ্বকাপে মোট ১৬টি দেশ অংশগ্রহণ করেছে। ডি গ্রুপে আছে টিম ইন্ডিয়া। এই গ্রুপেই থাকবে ওয়েলস, স্পেন ও ইংল্যান্ড। প্রথম ম্যাচ থেকেই জিততে মরিয়া হরমনপ্রীত সিংরা।