আইএসএলে মোহনবাগান সুপার জায়েন্টের জয়রথ ছুটছে৷ কিন্তু এএফসি কাপে একেবারেই সুবিধা করতে পারল না সবুজ মেরুন ব্রিগেড। আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল মোহনবাগান৷ তারপর নিয়মরক্ষার ম্যাচেও মলদ্বীপের মাজিয়া এসআরসির কাছে ০-১ গোলে হারতে হল সবুজ-মেরুনকে। খেলার প্রথমার্ধে, ৪০ মিনিটে মাজিয়ার হয়ে গোল হাসান রাইফ আহমেদের।
টানা তিন বছর এএফসি কাপে ব্যর্থ হল মোহনবাগান৷ গত তিন মরশুমে এএফসি কাপের আসরে বাগানের সাফল্য বলতে জোনাল সেমিফাইনালে যাওয়া। কখনও উজবেকিস্তানের দল, কখনও মালয়েশিয়ার দলের কাছে জোনাল সেমিফাইনালে হারতে হয়েছে। এই বছর গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছেন জুয়ান ফের্নান্দোর ছেলেরা৷ ওড়িশার কাছে হারতে হয়েছে বড় ব্যবধানে।
তবে নিয়মরক্ষার ম্যাচে কার্যত জুনিয়র দলই নামায় মোহনবাগান। বিদেশিরা কেউ মালদ্বীপে যাননি৷ যাননি নামী দেশীয় ফুটবলাররাও। এএফসি কাপে ব্যর্থতা ভুলে এখন মোহনবাগানের পাখির চোখ আইএসএলে।