দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পাকিস্তানে যাচ্ছে ভারতের ডেভিস কাপ দল৷ আগামী ৩-৫ ফেব্রুয়ারি ইসলামাবাদের স্পোর্টস কমপ্লেক্সে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান পর্বের টাই ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ২০১৯ সালে শেষবার একে অন্যের বিরুদ্ধে খেলেছিল পড়শি দুই দেশ। খেলা হয়েছিল নিরপেক্ষ দেশে। সে বার ভারত জিতেছিল ৪-০ ব্যবধানে।
১৯৬৪ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে পা রাখবে ভারতের ডেভিস কাপ দল। ভিসা সংক্রান্ত যাবতীয় জটিকতা কেটে গিয়েছে। রবিবার দিল্লির পাক দূতাবাস থেকে ভারতীয় খেলোয়াড়দের ভিসা চলে এসেছে।
৬ সদস্যের ভারতীয় দলের নন-প্লেয়িং অধিনায়ক রোহিত রাজপাল। কোচ থাকছেন জিশান আলি। সদ্য অস্ট্রেলিয়ান ওপেন জয়ী রোহন বোপান্না ইতিমধ্যেই ডেভিস কাপ থেকে অবসর নিয়েছেন। তাই তিনি দলে নেই। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠা সুমিত নাগাল পাকিস্তানে যেতে অস্বীকার করায় তিনিও দলে নেই। ভারতীয় দলে আছেন য়ুকি ভামব্রি, রামকুমার রামানাথন, এন শ্রীরাম বালাজি, সাকেথ মাইনেনি, নিকি কালিয়ান্দা পুনাচা, দিগ্বিজয় ও প্রজ্জ্বল দেব।