আইপিএল-এ এর আগে পাঁচবার সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি, তিনটেয় গ্যালারিতে বসেছিলেন অনুষ্কা। ষষ্ঠ সেঞ্চুরির সাক্ষী থাকা হয়নি সহধর্মীনির, তাতে কি? সেঞ্চুরি শেষে মাঠ থেকেই কোহলি ভিডিও করলেন অনুষ্কাকে। দুজনেরই তখন আনন্দ ধরে না। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও।
কদিন আগেও রানের খরা নিয়ে কথা শুনতে হত নানা মহলে, বৃহস্পতিবার কার্যত খেলতে খেলতে শতরান করলেন কোহলি। ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬২ বলে শতরানের গণ্ডি টপকে যান। দীর্ঘ চার বছর পরে আইপিএলে সেঞ্চুরি করলেন কোহলি। এর আগে আইপিএলে তাঁর ব্যাট থেকে শেষ শতরান এসেছিল ২০১৯ সালে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী হলেন কোহলি।
মোট ৬টি শতরান করেছেন বিরাট। আইপিএলে সমসংখ্যক শতরান করেছেন তাঁর এক সময়ের সতীর্থ ক্রিস গেইলও।