ঋষভ পান্থের সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে আগেই, তবে ক্রিকেটের প্রতি ভালবাসা এক বিন্দুও কমেনি মডেল অভিনেত্রী উর্বশী রাউতেলার। তবে ঋষভকে না, কাপে চুমু খেয়েই উর্বশীর ভরসা ভারত জিতবেই। প্যারিসে নাকি কাপ ছুঁয়ে চুমু খেয়েছিলেন অভিনেত্রী, আর তাতেই অভিনেত্রীর বিশ্বাস ভারত হারতে পারে না।
হাড্ডাহাড্ডি লড়াই চলছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গ্যালারিতে কার্যত বসেছে চাঁদের হাট। তাঁকে আরও প্রশ্ন করা হয়, পন্থ খেলছেন না, এই বিশ্বকাপে তাঁর প্রিয় খেলোয়াড় কে? উত্তরে তিনি বলেন, “কোনও একক ক্রিকেটার নয়, গোটা টিমের সঙ্গেই আমি আছি।”