২২ গজে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়ছেন টিম ইন্ডিয়ার একের পর এক সদস্য। কে এল রাহুলের পর চুপিসারে বিয়ে সারলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। পাত্রী মেহা প্যাটেল। প্রজাতন্ত্র দিবসে গুজরাটের ভাদোদারায় বিয়ে হল অক্ষর-মেহার (Meha Patel)। বেশ কয়েকজন ক্রিকেটার বিয়ের আসরে নিমন্ত্রিত ছিলেন।
সাদা শেরওয়ানি-ল্যাহেঙ্গা চোলিতে সফেদ রূপকথার সাক্ষী নেটদুনিয়া। ইতিমধ্যে ভাইরাল হয়েছে দুজনের বিয়ের একগুচ্ছ ছবি।
Raj-Subhashree-Saraswati Puja: ভীষণ ব্যস্ত ইউভান, রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোয় তারকাদের সমাহার
অক্ষর-মেহার বাগদান পর্ব সারা হয়েছে ২০২২-এর ২০ জানুয়ারি। গুজরাতের মেয়ে মেহা পেশায় তিনি নিউট্রিশনিস্ট। দীর্ঘ দিন ধরে অক্ষরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
২০ জানুয়ারি মেহার জন্মদিনেই অক্ষরের সঙ্গে বাগ্দান সেরেছিলেন মেহা। অনলাইনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা হিসাবেও কাজ করেন মেহা।
বাগ্দানের পর মেহার সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা সকলকে জানিয়েছিলেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার অক্ষর।