ফুটবলের ইতিহাসে অন্যতম অঘটনের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ভাবেই জার্মানিকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে জাপান। ম্যাচ জেতার পাশাপাশি অন্য এক ঘটনা ঘটানোর জন্যেও এখন শিরোনামে সূর্যোদয়ের দেশ। খেলা শেষ হওয়ার পর গোতা স্টেডিয়ামের ময়লা সাফ করেই গ্যালারি ছাড়লেন জাপানিরা। সেই ভিডিও এখন ভাইরাল।
আরও পড়ুন: ম্যাচ জিতল, মনও জিতল জাপান, খেলা শেষে স্টেডিয়ামের সাফাই অভিযানের ভিডিও ভাইরাল
বুধবারের ম্যাচে জার্মানদের হারানোর কথা হয়তো জাপানের সমর্থকেরাও ভাবতে পারেননি। সেই অঘটন ঘটার পর উচ্ছ্বাস বাঁধ ভাঙল। কিন্তু পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে এক চুল নড়লেন না জাপানিরা। যদিও এই ঘটনা এবারই প্রথম নয়। গত বিশ্বকাপেও এই ছবি দেখেছিল ফুটবল দুনিয়া। কিন্তু সেবার ম্যাচে জয় আসেনি জাপানের। এবার খেলায় জয় এসেছে, সেই সঙ্গে সারা বিশ্ববাসীর মনও জয় করল জাপান।
প্রসঙ্গত, জাপানের কাছে জার্মানির হার অরপ্ত্যাশিত থাকলেও গত কয়েক বিশ্বকাপের ট্রেন্ড বলছে, প্রথম ম্যাচে হেরে যাওয়া সে দেশের কাছে নতুন নয়। ২০১৮ সালের বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে হেরেছিল তারা। ২০২০ সালের ইউরো কাপে প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে হেরেছিল জার্মানি। এ বার হারল জাপানের কাছে।