ফিফার ইতিহাসে অন্যতম অঘটন তো বটেই। বিশ্বকাপের মঞ্চে ৩ নম্বর দেশকে হারিয়ে অনায়াসে জয় ছিনিয়ে নিয়েছে ক্রমতালিকায় ৫১ নম্বরে থাকা একটি দেশ। সোউদি আরবের বিরুদ্ধে আর্জেন্টিনার এই হারে রীতিমতো বিদ্বস্ত মেসি, ডি মারিয়ারা। দলের মধ্যেই অদ্ভুত দম বন্ধ করা পরিস্থিতি। হারের রাতে একসঙ্গে নৈশভোজও হল না, নিজেদের মধ্যে কথাও তেমন বললেন না খেলোয়াড়রা। ম্যাচ শেষে বাসে ওঠার আগে মেসি সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা মারা গিয়েছি।’’
Twins from 30 years frozen embryo: তিন দশক ধরে জমিয়ে রাখা ভ্রূণ থেকে জন্ম হল যমজ শিশুর
কোপা আমেরিকা জেতার পর বাইশের বিশ্বকাপের দাবিদার হিসেবেও মারাদোনার দেশকে এগিয়ে রেখেছে ফুটবলপ্রেমীদের বড় অংশ। সেখানে প্রথম ম্যাচেই এমন হার!
লজ্জার হারের পর কাতার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে নিজের ঘরে চলে যান মেসি। বাকি ফুটবলাররাও নিজেদের ঘরে যান। একসঙ্গে খেতে নামেননি তাঁরা।
ফুটবলারদের আত্মবিশ্বাস ফেরাতে মঙ্গলবার রাতেই একটি বৈঠক ডাকেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। সেখানে অবশ্য কথা বলেছেন মেসিও। হারের ধাক্কায় বদলে গিয়েছে আর্জেন্টিনার অনুশীলনের সময়ও। আগের মতো সন্ধ্যা ৬টা বা দুপুর ৩টে থেকে অনুশীলন নয় আর। বুধবার বেলা ১১টা থেকেই অনুশীলনে নেমে পড়েছেন মেসি, ডিমারিয়ারা।