বিশ্বকাপ (Qatar world Cup) কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর ইস্তফা দিয়েছেন ব্রাজিলের কোচ তিতে (Tite)। বর্তমানে তিতের পরিবর্তের খোঁজ করছেন ব্রাজিলের ফুটবল কর্তারা (Brazil Football Federation)। তাঁদের নজরে রয়েছেন হোসে মেরিনহো (Jose Mourinho)।
এই ৫৯ বছরের পর্তুগিজ কোচকে দলের জন্য পেতে ঝাঁপিয়ে পড়েছে ব্রাজিল। যদিও এর আগে কোনও জাতীয় দলকে প্রশিক্ষণ দেননি মেরিনহো। যদিও বিশ্বের হাফডজনের বেশি প্রথম সারির ক্লাবকে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন তিনি। যে কারণেই আপাতত ব্রাজিল ফুটবল কর্তাদের প্রথম পছন্দ তিনি।
আরও পড়ুন- মেসিকে নিয়ে বাজি লড়েছিলেন, সাড়ে ৬ লক্ষ টাকা জিতলেন লিওর প্রাক্তন সতীর্থ
তবে, মেরিনহো ছাড়াও এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন। কর্তাদের নজর রয়েছেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার জিনেদিন জিদানের উপরও। এছাড়াও আরও তিনজনের কথা ভেবেছেন তাঁরা। যারা হলেন, রাফায়েল বেনিতেজ়, থমাস টুহেল এবং মৌরিসিয়ো পোচেত্তিনো।