ব্রাজিলের কাফু, পর্তুগালের নুনো গোমেস, ইতালির দেল পিয়েরো থেকে শুরু করে ফুটবলের তাবড় তারকারা সোমবার কাতারের মাঠে ফের নেমেছিলেন। তবে এবার কোনও ট্রফির জন্য নয়, নিখাদ আনন্দের ছলেই খেলতে নেমেছিলেন তাঁরা।
কাতারে দোহার আল থুমামা স্টেডিয়ামে বিশ্বকাপের আয়োজক, কর্মীদের সঙ্গে একটি ম্যাচে যোগ দিয়েছিলেন ফুটবলের কিংবদন্তিরা। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এই ম্যাচে নতুন ভূমিকায় মাঠে নেমেছিলেন। তিনি হয়েছিলেন রেফারি। মাঝেমধ্যেই খেলোয়াড়দের হলুদ কার্ডও দেখিয়েছেন তিনি।
আরও পড়ুন : প্রিমিয়ার লিগে লিভারপুল নয়, ছেলের পছন্দের ক্লাব কিনতে চলেছেন আম্বানি
আর্জেন্টিনা ক্রোয়েশিয়া, এবং ফ্রান্স মরক্কোর সেমিফাইনালের আগে এটি ছিল ফিফা আয়োজিত একটি সাইড ইভেন্ট। আয়োজকদের মতে প্রায় পাঁচ হাজারেরও বেশি লোক এই ম্যাচে উপস্থিত ছিল।