২০১০ সালের পরে কি ফের কমনওয়েলথ গেমস-এর ভেন্যু হচ্ছে ভারত? ২০২৬ সালের কমনওয়েলথ আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহর। এই পরিস্থিতিতে আলোচনায় বারবার উঠে আসছে আমেদাবাদের নাম। শোনা যাচ্ছে খুব শিগগির কমন ওয়েলথ কর্তৃপক্ষের কাছে আবাদন জানাতে পারে গুজরাট সরকার।
২০৩০ সালের কমনওয়েলথ গেমসের নিলামের কথা মাথায় রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে আমেদাবাদ। ২০২৬ সালের মধ্যেই পুরো পরিকাঠামো তৈরি হয়ে যাওয়ার কথা। তাই ২০২৬ সালের প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবছে তারা। এই বিষয়ে কেন্দ্রের সাহায্যের ব্যাপারেও আশাবাদী মোদীর রাজ্য।
Commonwealth Games News : অনেক খরচ, কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছাড়ল অস্ট্রেলিয়া
অবশ্য শুধু কমনওয়েলথ নয়, গুজরাতের প্রধান লক্ষ্য ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করা। আমদাবাদের মোতেরাতে ২৩৬ একর জায়গায় ৪৬০০ কোটি টাকা খরচ করে ‘সর্দার বল্লভভাই স্পোর্টস এনক্লেভ’ তৈরি করা হচ্ছে।