অজয় দেবগণের হাত ধরেই বলিউডের ‘ময়দানে’ নামলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। প্রকাশ্যে এল ভারতীয় ফুটবল কোচ সায়েদ আব্দুল রহিম ওরফে রহিম সাহেবের জীবনী অবলম্বনে তৈরি ‘ময়দান’ ছবির ট্রেলার। ছবিতে রহিম সাহেবের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ।
করোনার পর থেকে নানাবিধ কারণে বহুবার ছবির মুক্তি পিছিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৫২ সালে ভারতীয় ফুটবল দল দ্বিতীয়বারের জন্য অলিম্পিক খেলার সুযোগ পেয়েছিল, কোচ ছিলেন রহিম সাহেব। খেলা হয়েছিল ফিলিপিন্সের রাজধানী হেলসিঙ্কিতে। বৃষ্টি ভেজা ময়দানে সেদিন ভারতীয় ফুটবলারদের পায়ে একটি করে বুট অবধিও জোটেনি। অথচ বিপক্ষের পায়ে স্পাইকের জুতো।
Lok Shabha Election 2024 : তমলুকের দেওয়ালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম, জেলায় শুরু তৎপরতা
সব বাধা, বিপত্তি পেরিয়েই ভারতীয় দল কীভাবে লড়েছিল এবং জিতেছিল, সেই কাহিনিই ফুটে উঠবে এই স্পোর্টস ড্রামায়। ছবিটি চলতি বছরের ঈদে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়াম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।