ওভালে তৃতীয় দিনের শুরুতেই অর্ধশতরান করলেন অজিঙ্ক রাহানে। মোট ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে নিজের অর্ধশতরানের ইনিংসটি সাজান রাহানে। তাঁর এই ইনিংসে ভর করেই ২০০ রানের গণ্ডি টপকে গেল টিম ইন্ডিয়া।
ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রীতিমতো চাপে রয়েছে টিম ইন্ডিয়া। আপাতত প্রথম ইনিংসের নিরিখে যাতে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়তে না হয়, সেই দিকেই নজর ভারতীয় দলের। অস্ট্রেলিয়া বড়সড় লিড নিলে ম্যাচে ফেরা নিতান্ত কঠিন হয়ে দাঁড়াবে টিম ইন্ডিয়ার পক্ষে। তৃতীয়দিনের ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার থেকে ৩১৮ রানে পিছিয়ে ছিল ভারত। ফলো-অন বাঁচাতে গেলে আরও অন্তত ১১৯ রান তুলতে হবে এই পরিস্থিতিতে ব্যাট করতে নামেন অজিঙ্ক রাহানে ও কে এস ভরত।
প্রথম ওভারেই আউট হয়ে যান ভরত। তারপর দলের হাল ধরেন অজিঙ্ক রাহানে ও শার্দুল ঠাকুর জুটি।