স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলের কোনও খোঁজখবর টুকুও পান না, ক্রিকেটার শিখর ধাওয়ান। সম্প্রতি, ছেলের ১০ বছরের জন্মদিনে একটি মন খারাপের পোস্ট করেছিলেন শিখর। ছেলের খোঁজ, খবর না পেয়ে তাঁর ভিতরে যে কী হচ্ছে, সেকথাই লিখেছিলেন। সেই পোস্ট ভাইরাল হয়ে পড়ে। শিখরের লেখা এই পোস্ট চোখে পড়ে বলি অভিনেতা অক্ষয় কুমারেরও। দুই সন্তানের বাবা অক্ষয়, বুঝতে পারেন শিখরের যন্ত্রণা।
অক্ষয় গব্বরের পাশে দাঁড়িয়ে লেখেন, “ওই পোস্ট দেখে ছিটকে গিয়েছি। বাবা হিসেবে তোমার কষ্টটা বুঝতে পারছি , সাহস রাখো। সবাই তোমার জন্য প্রার্থনা করছে। খুব শীঘ্রই ছেলের সঙ্গে তোমার দেখা হবে। ভগবান আছেন।”
Kareena Kapoor: ঝগড়া চান না করিনা, জানিয়ে দিলেন তাঁর নতুন বছরের 'মন্ত্র' কী
ভালবেসে প্রবাসী বাঙালি আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন শিখর, কিন্তু খুব বেশি দিন সুখে সংসার করতে পারেননি। স্ত্রীয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনে অভিযোগ করে বিচ্ছেদের মামলা করেন শিখর ধাওয়ান। বিচ্ছেদের পর ছেলে থাকে মায়ের সঙ্গেই। সব জায়গা থেকে তিনি ব্লকড, তাই ছেলেকে দেখতেও পান না আর।