BGT 20224-25 : প্র্যাকটিস পিচ নিয়ে বক্সিং শুরু ভারত-অস্ট্রেলিয়ার, মেলবোর্নে ম্যাচের আগেই যুদ্ধ

Updated : Dec 23, 2024 16:31
|
Editorji News Desk

চাটু যেন গরম হচ্ছে ! 

বক্সিং ডে টেস্টের আগেই উত্তাপ যেন ছড়িয়ে পড়ছে। সিরিজ এখনও ১-১। এই পরিস্থিতিতে মেলবোর্নে ফের অভিযোগ উঠল। এবার অভিযোগ অনুশীলন পিচ নিয়ে। সরকারি ভাবে কোনও অভিযোগ দায়ের করেনি ভারতীয় দল। 

কিন্তু টিম ইন্ডিয়ার অনুশীলন কভার করতে যাওয়া বেশ কয়েকটি খবরের চ্যানেলের দাবি, ২৬ তারিখ টেস্ট শুরুর আগে শনি ও রবিবার দু-দিন যে পিচে অনুশীলন করেছে ভারতীয় দল, তা নিয়েই অভিযোগ বিস্তর। জাতীয় ওই টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের অভিযোগ, ভারতীয় দলকে অনুশীলনের জন্য যে পিচ দেওয়া হয়েছে, তাতে কোনও বাউন্স নেই। দেখে মনে হচ্ছে যেন মেলবোর্ন নয়, টিম ইন্ডিয়া অনুশীলন করছে মুম্বইয়ে। 

অনুশীলন পিচ নিয়ে খানিকটা বিরক্তি প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটার আকাশদীপ সিংও। তিনি জানিয়েছেন, প্রথমে দেখে মনে হয়েছিল এই পিচ হোয়াইট বল ক্রিকেটের জন্য। যেখানে বল করতে গিয়ে তাঁদের বেশ পরিশ্রম করতে হয়েছে। 

বেশ বন্ধুত্বের মধ্যেই শুরু হয়েছিল এবার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাডিলেডে হেড বনাম সিরাজের ঘটনার পর থেকেই ধীরে ধীরে উত্তাপ বেড়েছে এই সিরিজের মধ্যে। মাঠের বাইরে থেকেও তৈরি হয়েছে এই সিরিজে বিতর্ক। কমেন্ট্রি বক্স এসে বুমরার নামে উড়ে এসেছিল কু-কথা। জল গড়ানোর আগে, ক্ষমা চেয়ে তা বন্ধ হয়েছে। 

কিন্তু প্রশ্ন হচ্ছে অনুশীলনে এই দ্বিচারিতা কেন ? 

প্রাক্তনদের দাবি, অস্ট্রেলিয়া এমনই করে থাকে। কারণ, মেলবোর্নে তারা আন্ডারডগ হিসাবেই শুরু করবে। তাদের পরামর্শ, এইসব ভুলে রোহিতদের উচিত সিরিজে ফোকাস করা। অধিনায়ককে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরার্মশ দিয়েছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। 

সুনীল গাভাসকর, সঞ্জয় মঞ্জরেকরদের মতে, মেলবোর্ন ভারতের কাছে নতুন রাস্তা খুলতে পারে। তার জন্য বিরাট-রোহিতদের দ্রুত রানে ফিরতে হবে। শুধু রানে ফেরা নয়, বড় রানে ফিরতে হবে বলেও দাবি করছেন তাঁরা। ভেঙে বেরিয়ে আসতে হবে চেনা ছক। 

রোহিত শর্মাকে ছয় নন্বরে ব্যাট করার পরামর্শ। বিরাটের থেকে বড় রানের দাবি। এবং সবশেষে মেলবোর্নে ভাঙা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই শেষ করে দেওয়ার আগ্রাসণের বার্তা। সবকিছু মিলিয়ে বক্সিং ডের পারদ চড়ছে। সেই সঙ্গে উত্তেজনার চাটুও গরম হচ্ছে বাইশ গজে বল পরার আগে। 

BGT 2024-25

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?