আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন মহম্মদ শামি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। আশা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দুটি টেস্টে বাইশ গজে দেখা যাবে শামিকে। কিন্তু এরমধ্যেই মহম্মদ শামির মেডিক্যাল ও ফিটনেস আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
শামির শারীরিক অবস্থা বিবেচনা করে জানিয়ে দেওয়া হল, অস্ট্রেলিয়া সফরে খেলতে পারবেন না মহম্মদ শামি। সোমবার সরকারি ভাবে এই বিবৃতি দিয়েছে বোর্ড। ফলে বোঝাই যাচ্ছে, মেলবোর্নে চতুর্থ টেস্ট বা সিডনিতে পঞ্চম টেস্ট কোনটাতেই বাইশ গজে দেখতে পাওয়া যাবে না বাংলার এই জোরে বোলারকে।
কী বিবৃতি দিয়েছে বোর্ড?
বোর্ডের তরফে জানানো হয়েছে, রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে মহম্মদ শামি ৪৩ ওভার বল করেছেন। রঞ্জির পর তাক লাগিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। ন'টা ম্যাচেই খেলেছেন শামি। আর টেস্ট ম্যাচের জন্য অতিরিক্ত বোলিং সেশন করতে হয়েছে শামিকে। আর সেই কারণেই তাঁর বাঁ পা হালকা ফুলে গিয়েছে।
এছাড়াও বোর্ডের তরফে জানানো হয়েছে, পা ফুলে যাওয়ার কারণে পুরোপুরি ফিট নন জাতীয় দলের তারকা ডানহাতি পেসার। হাঁটুর সমস্যায় এখনও ভুগছেন শামি। বারবার হাঁটু ফুলে যাচ্ছে তাঁর। আর সেই কারণেই এই সময় হাঁটুর চিকিৎসার জন্য সময় প্রয়োজন। চিকিৎসকদের তত্ত্বাবধানে ফের রাখতে হবে শামিকে। সেই কারণেই বর্ডার-গাভাস্কার ট্রফিতে রাখা হচ্ছে না শামিকে।
গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে কোনও ম্যাচে মাঠে নামতে পারেননি মহম্মদ শামি। তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হয়। বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। তবে, বর্তমানে পুরোপুরি গোড়ালির সমস্যা থেকে সেরেও উঠেছেন শামি। কিন্তু নতুন সমস্য়া তৈরি হয়েছে শামির বাঁ হাঁটু নিয়ে।