সৌদি আরবের ক্লাবে রোনাল্ড ( Cristiano Ronaldo) যোগ দিতেই ক্লাবের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা বেড়ে গেল তিন গুন। ইএসপিএন অনুসারে, রোনাল্ডো যোগ দেওয়ার আগে আল নাসের (Al Nassr) ক্লাবের ইন্সটাগ্রামে ফলোয়ার (Instagram Follwers) সংখ্যা ছিল ৮ লক্ষ ৬০ হাজার। কিন্তু রোনাল্ডোর যোগদানের পর এক লাফে ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫.৩ মিলিয়নে। আল নাসেরের সঙ্গে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত চুক্তি হয়েছে রোনাল্ডোর। চুক্তির পরিমাণ বছরে প্রায় ১৭৭৫ কোটি টাকা।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেন পর্তুগিজ তারকা। কিন্তু বিশ্বকাপের আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় রোনাল্ডোর। কোনও ক্লাব ছাড়াই বিশ্বকাপে খেলেছিলেন রোনাল্ডো। ফলে, বিশ্বকাপের পর তিনি কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা।
আরও পড়ুন- মেসিদের হারের পরেই সৌদি আরবের ক্লাবে রোনাল্ডো, কী বললেন সিআর৭?